• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৬:২৯    ঢাকা সময়: ১৬:২৯

ঢাবির সাবেক সিনেট সদস্য মনির হোসেন আর নেই

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :  কালীগঞ্জের কৃতি সন্তান মো. মনির হোসেন আর নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মো. মনির হোসেন রবিবার ভোর ৬টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। 
 
তিনি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি একাধিকবার ভারতের চেন্নাইয়ের এ্যাপলো ও সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে মনির হোসেন সর্বমহলে পরিচিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মনির হোসেন ও ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাজ্জাদ হোসেন কবি জসিম উদ্দিন হলের পাশাপাশি কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। যা বর্তমান ছাত্র রাজনীতিতে বিরল।
 
তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি এক কন্যা, স্ত্রী, ভাই বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। কালীগঞ্জের বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া ঐতিহাসিক ঈদগা মাঠে বাদ আসর মরহুমের জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দেশকণ্ঠ/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।