• বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০০:৩৪    ঢাকা সময়: ১০:৩৪

নারায়ণগঞ্জে সন্তান হত্যার দায়ে মায়ের আমৃত্যু কারাদন্ড প্রেমিকের ফাঁসি

দেশকন্ঠ প্রতিবেদক : জেলার সদর উপজেলার ফতুল্লা থানার পাগলায় পরকীয়া প্রেমের জেরে এক বছরের শিশুকে হত্যা ও লাশ গুমের অপরাধে মা বিলকিস বেগমকে (২৪) আমৃত্যু কারাদন্ড প্রদান করেছে আদালত। একই মামলার রায়ে পরকীয়া প্রেমিক সোলাইমানকে (৩২) মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়।রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। এসময় দন্ডপ্রাপ্ত দুইজনই আদালতে উপস্থিত ছিল।দন্ডপ্রাপ্ত বিলকিস পটুয়াখালী জেলার নয়া হাওলাদারের মেয়ে এবং সোলাইমান জামালপুর জেলার লিচু আকন্দের ছেলে।মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পাগলার পশ্চিম নন্দলালপুর এলাকার একটি চারতলা ভবনের সীমানা প্রাচীরের ভেতর থেকে মরিয়াম নামে এক বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয় । ওই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, মামলাটির তদন্তে পুলিশ জানতে পারে নিহতের মা ও তার পরকীয়া প্রেমিক মিলে শিশুটিকে শ্বাসরোধ করে  হত্যা করে।  এরপর তারা লাশ গুমের জন্য একটি ভবনের সীমানা প্রাচীরের ভেতর ফেলে রাখে। কিন্তু লাশ পচেঁ গন্ধ বের হলে বিষয়টি জানাজানি হয়। 
 
পুলিশ তাদের গ্রেফতার করলে দু’জনই আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। পরের বছরের ১৯ ফেব্রুয়ারি পুলিশ দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহমেদ জানান, পরকীয়া প্রেমের জেরে বিলকিস তার প্রেমিকের সাথে মিলে শিশুটিকে হত্যা করে। এই মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাকে আমৃত্যু কারাদন্ড ও প্রেমিককে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত। একইসাথে উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। হত্যার পর লাশ গুম করার অপরাধে পৃথক আরেকটি ধারায় আসামিদের আরও ৫০ হাজার টাকা জরিমানা ও সাত বছরের কারাদন্ড প্রদান করেছেন আদালত।
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।