• বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০২:২৩    ঢাকা সময়: ১২:২৩

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: তদন্ত করছে র‌্যাব

দেশকন্ঠ প্রতিবেদক : র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, রাজধানীর সিদ্দিক বাজারের ভবনের বিস্ফোরণের ঘটনায় সরকারের অন্যান্য বাহিনীর সঙ্গে র‌্যাবও তদন্ত শুরু করেছে। তদন্তের পর বিস্ফোরণের বিভিন্ন কারণ বেরিয়ে আসবে। ৭ মার্চ মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়ে তিনি গণমাধ্যমকে এ কথা জানান। র‌্যাব মহাপরিচালক বলেন, ঘটনাটি নিছক দুর্ঘটনা। নাশকতা তা এখনই বলা যাবে না। গ্যাস থেকেও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। বিস্তোরিত ভবনের বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ৷ করা হচ্ছে।  আলামত পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা নিশ্চিত হতে পারব কি কারণে বিস্ফোরণ হলো।
 
এদিকে মঙ্গলবার গভীর রাতেও সার্চলাইট দিয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনটি ও আশেপাশের ভবনে উদ্ধার অভিযান করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। সঙ্গে সেনাবাহিনী তাদের সহযোগিতা করে। এছাড়া পুলিশ, র‍্যাবসহ  সরকারের অন্যান্য সংস্থার পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযানে পরিচালনা করছে। প্রসঙ্গত, রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। 
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।