• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:২২    ঢাকা সময়: ২২:২২

গাংনীতে দুই সুদ ব্যবসায়ী গ্রেফতার

দেশকন্ঠ  প্রতিবেদক : মেহেরপুরের গাংনীতে দুই সুদ ব্যবসায়ী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গাংনী থানার এসআই মাসুদ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রোববার ভোররাতে মামলার দুজন আসামী উত্তর পাড়ার জমির উদ্দিনের ছেলে হানিফ ও একই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে আনারুল ইসলাম গ্রেফতার হলেও অপর আসামী হানিফের ভাই আনিস পলাতক রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গাংনীর শীর্ষ দুই সুদ ব্যবসায়ী গ্রেফতারের পর ৬৭৯টি নন জুডিসিয়াল ষ্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের ৩২০টি চেক, স্বর্ণের চেইন ও ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় গাংনী থানার এসআই মাসুদ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬, ৪২২, ৪২৩ ও ৪২৪ ধারায় মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্র জানায়, গাংনী উত্তরপাড়ার ৫ জন ও পশ্চিম মালসাদহ গ্রামের ১ জন সহ বেশ কয়েকজন নজরদারিতে রয়েছে। যাদের নাম তদন্তের স্বার্থে এখনই বলতে চায়নি পুলিশ। এছাড়া বেশ কিছু সুদ ব্যবসায়ীর নাম এসেছে সেগুলোও তদন্ত কার্যক্রম চলছে। এদিকে সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে যে কেউ থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিক জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।