• বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০২:২১    ঢাকা সময়: ১২:২১

ভোলার মেঘনা নদীতে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ

দেশকন্ঠ প্রতিবেদক : জেলার উপজেলা সদরের মেঘনা নদী থেকে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল।রোববার রাত ৮ টার দিকে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা তল্লাশি করে এসব মাছ আটক করা হয়। এসময় অভায়শ্রমে আইন অমান্য করার দায়ে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেয়া হয়।কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী জানান, জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষা ও ইলিশ উৎপাদন বৃদ্ধির নিমিত্তে মেঘনার অভায়শ্রমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৫ হাজার ৫০০ কেজি ইলিশ, পোয়া ও রামচোষ জাতের মাছসহ ৪ জনকে আটক করা হয়।

পরে মুচলেকা নিয়ে আটক ৪ জনকে বোটসহ ছেড়ে দেয়া হয়। এছাড়া জব্দকৃত মাছ মাদ্রাসা, এতিমখানা ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়। জাটকা (ছোট ইলিশ) রক্ষায় জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভায়শ্রমে এক মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এসময় মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও কেনা-বেঁচা সম্পূর্ণরুপে নিষিদ্ধ।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।