• রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৮:৫৭    ঢাকা সময়: ১৮:৫৭

রমজানে মদিনা সফরে মোহাম্মদ বিন সালমান

  • মতামত       
  • ২৮ মার্চ, ২০২৩       
  • ৩৪
  •       
  • ১১:০২:১১

দেশকন্ঠ প্রতিবেদন : পবিত্র রমজানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রোববার মদিনায় মসজিদে নববী পরিদর্শন করেছেন। রোববার তিনি রাসুল সা. এর কবর জিয়ারত করেন বলে জানায় সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ ও মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল-ফয়সাল তাকে স্বাগত জানান।
 
তিনি ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান হিসাবে বিবেচিত মসজিদে নববীতে নামাজ আদায় করেন। পরে মুহাম্মদ সা. কবর জিয়ারত করেন। যেখানে তিনি নামাজ আদায় করেন। এরপর তিনি মসজিদে কুবা পরিদর্শন করেন। এটা ইসলামের প্রথম নির্মিত মসজিদ। কুবা মসজিদটি মদিনার উপকণ্ঠে অবস্থিত। এটি মসজিদে নববীর পরে শহরের দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ মসজিদ হিসাবে বিবেচনা করা হয়।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।