• শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:২৫    ঢাকা সময়: ১১:২৫
মানবিক সাহায্যের আবেদন

স্বাভাবিক জীবনে ফিরতে আকুতি মাহেদুল মানিকের

দেশকণ্ঠ প্রতিবেদক : ব্রেইন টিউমারে আক্রান্ত অস্বচ্ছল এক ব্যক্তি  বেঁচে থাকার মানবিক আকুতি জানিয়ে সাহায্য-সহযোগিতার আবেদন জানিয়েছেন। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে বর্তমানে তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। পিরোজপুর জেলার সদর উপজেলার ডুমারিতলা গ্রামের মো. মাহেদুল মানিক (৪০) ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ন্যাশনাল ইন্‌সটিটিউড অফ নিউরোসায়েন্স এন্ড হসপিটাল চিকিৎসাধীন রয়েছেন। 
 
সহায়-সম্বলহীন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মাহেদুল মানিক। তিনি অসুস্থ হওয়ায় সংসারের উপার্জন বন্ধ হয়ে গেছে। অতি কষ্টে দিনাতিপাত করছে মানিকের পরিবার। চিকিৎসার ব্যয় বহন করে ইতোমধ্যে পরিবারটি সর্বশান্ত হয়ে পড়েছে।
 
মো. মাহেদুল মানিককে বাঁচাতে হলে চিকিৎসার জন্য কমপক্ষে ৮ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন। চিকিৎসকরা জানিয়েছেন, ‘ক্রমেই আয়ুষ্কাল কমে আসছে মানিকের। দ্রুত সময়ের মধ্যে মানিকের চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে।  এমন পরিস্থিতিতে তার চিকিৎসার জন্য সমাজের, দেশের এবং বিদেশে অবস্থানরত স্বচ্ছল মহান মানুষদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় মানুষটি ও তার পরিবার।
 
মাহেদুল মানিকের স্ত্রী নাহিদ আক্তার জানিয়েছেন, ‘হৃদয়বান ব্যক্তিরা তার পাশে দাঁড়ালে তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন। তাদের দুঃখী পরিবারটি আবারও ঘুরে দাঁড়াতে পারবে ।’ সাহায্য পাঠানোর জন্য ঠিকানা নীচে দেওয়া হলো।
 
ব্যাংক হিসাবের নাম : নাহিদ আক্তার (NAHID AKTER)
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
ব্যাংক হিসাব নাম্বার : ২৬৪১৫৮০০১১৮৫২
বিকাশ +88 01749 37 19 63 (স্ত্রী)
দেশকণ্ঠ/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।