• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৪০    ঢাকা সময়: ২১:৪০

কালীগঞ্জে অসহায়দের ইফতার ঈদ উপহার প্রদান

দেশকণ্ঠ প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার, ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সমাজ সেবক মো. সাজ্জাদ হোসেন খান রিপন। ৫ এপ্রিল বুধবার উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী, বাগপাড়া, মধ্যপাড়া, দাউদপাড়া, টেকপাড়া, ফুলদী মিয়া পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ বাঙ্গালী ও কলুন গ্রামের ২৩০টি পরিবারের মাঝে মিনিকেট চাউল, পোলাওয়ের চাউল, তৈল, পিঁয়াজ, ছোলা, লবণ, চিনি, সেমাই এবং নগদ টাকা বিতরণ করেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন, সাঈফ পাওয়ার টেক লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন খান, সমাজসেবক সিরাজুল ইসলাম খান, আবুল কালাম খান তুষার, ক্রীড়া সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেল, বক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহের হোসেন। এসময় মো. সাজ্জাদ হোসেন খান রিপন বলেন, আমি আমার সাধ্যমতো অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি। যার যার অবস্থান থেকে যদি সবাই এ প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে সমাজে অনেক মানুষের কষ্ট লাগব হবে।  
দেশকণ্ঠ/রাসু

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।