• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৫:৪৮    ঢাকা সময়: ০১:৪৮

মার্কেটগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে : ডিএমপি

দেশকন্ঠ  প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকার বিপণিবিতানগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে। সম্প্রতি আগুনের ঘটনায় কোনো নাশকতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। ১৫ এপ্রিল শনিবার দুপুরে রাজধানীর নিউ সুপার মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, আমাদের মার্কেটগুলো যেভাবে তৈরি করা, যার বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ফায়ার সার্ভিস অনেকগুলো মার্কেট অতিঝুকিপূর্ণ ঘোষণা করেছে। আমাদের পুলিশের পক্ষ থেকে সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করব। এগুলো নিছক দুর্ঘটনা নাকি, এর পেছনে অন্য কোন কারণ আছে। তিনি বলেন, বিশেষজ্ঞরা বলেছেন বিস্ফোরণের দুটি কারণ।  প্রাকৃতিক গ্যাস জমার কারণে এক্সিডেন্ট কারণ হতে পারে।  তদন্তে আমরা এখনো পর্যন্ত কোনো নাশকতার আলামত খুঁজে পাইনি। আরও দুটি আগুনের ঘটনায় ফায়ার ব্রিগেড তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন দেখলে বুঝতে পারব আগে যে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার কারণ কি।

তিরি আরও বলেন, বঙ্গবাজারে একটি বড় আগুনের ঘটনা ঘটলো। গতকাল রাতে হাজারীবাগের ট্যানারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকে ভোরে আবার এই আগুন। প্রতি ঘটনায় আমরা মামলা নিয়েছি। বঙ্গবাজারে ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর আমরা ইন্টারনাল একটা তদন্ত করছি। যদিও তদন্ত কমিটি করা হয়নি। প্রতিটি ঘটনায় আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছি। তদন্তের প্রধান উদ্দেশ্যই যে এটি নিছক দুর্ঘটনা? না এর পেছনে অন্য কোন কারণ আছে।  আগামীতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সেজন্য মার্কেটগুলোতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।