দেশকন্ঠ প্রতিবেদক : ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মার্কেটে আগুনের ঘটনাগুলো নাশকতা কি না, সে বিষয়ে আমরা তদন্ত করছি। ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হারুন অর রশিদ বলেন, আমরা দেখতে পাচ্ছি, ঈদের আগে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। মার্কেটগুলোতে সম্প্রতি বড় দুটি অগ্নিকাণ্ড প্রায় একই সময়ে ঘটেছে। এসব ঘটনা নাশকতাও হতে পারে। এজন্যই রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, যেসব মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে, সেগুলোর বিষয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও তদন্ত করছে। এর পেছনে আসলেই অন্য কোনো উদ্দেশ্য আছে কি না কিংবা কেউ নাশকতা করেছে কি না, তা আমরা তদন্তের পরই বলতে পারব। তবে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ড দুটি একই সময় ঘটেছে। এসব বিষয় আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা নিরপেক্ষভাবে তদন্ত করার চেষ্টা করব। উল্লেখ্য, ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। ভয়াবহ ওই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে। প্রায় ৭৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর পর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। এসব ঘটনায় হাজার হাজার ব্যবসায়ী নিঃস্ব হয়েছেন।
দেশকন্ঠ/এ্রআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।