• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৮:৪৭    ঢাকা সময়: ০৪:৪৭

ঈদের ছুটিতে নগরবাসীকে বাড়তি সতর্ক থাকার আহ্বান

দেশকন্ঠ  প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বুধবার নগরবাসীকে ঈদ-উল-ফিতরের ছুটিতে নিজ জেলায় রওনা হওয়ার আগে তাদের জিনিসপত্রের ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সায়েদাবাদ বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, "আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। আপনি নগদ টাকা, গহনা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র আপনার সাথে নিয়ে যেতে পারেন অথবা আপনার নিজ জেলায় যাওয়ার আগে শহরে থাকা আপনার আত্মীয়দের কাছে রেখে যেতে পারেন।"

পুলিশ প্রধান বাড়িগামী যাত্রীদের অপরিচিত বা সহযাত্রীদের দেয়া কোনো খাবার না খাওয়ার আহ্বান জানান। কাপড়ের বাজারে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনা সম্পর্কে তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনাগুলো পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে।তিনি আরো বলেন, "এগুলো নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।