• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২০:০৩    ঢাকা সময়: ০৬:০৩

ঈদের বৃষ্টিতে শীতল ঢাকা

দেশকন্ঠ ডেস্ক : ঈদের দিন বিকেলে বৃষ্টি পড়েছে রাজধানী ঢাকায়। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকার আকাশ কালো করে মেঘ জমে। এরপর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। এতে টানা কয়েক দিনের প্রচণ্ড গরমের পর নগরবাসী কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছে। এর আগে গতকাল শুক্রবার প্রায় একই সময়ে বৃষ্টি হয়েছিল রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তর ঈদের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হবে তার পূর্বাভাস দিয়েছিল। সেই অনুযায়ী, দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। রাজধানীতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল ২ এপ্রিল। এর ১৯ দিন পর রাজধানীবাসী শুক্রবার বৃষ্টির দেখা পায়।

কম করে হলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীর মিরপুর-১০, আদাবর, শ্যামলী, আগারগাঁও, মগবাজার, ভাষানটেক, ফার্মগেট, কারওয়ান বাজার, লক্ষ্মীবাজার, তাঁতীবাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।এপ্রিল মাসের শুরু থেকেই দেশে তাপ প্রবাহ বইতে শুরু করে। দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপ প্রবাহ শুরু হয়। তবে গত বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।