• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:৫০    ঢাকা সময়: ০৩:৫০

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় আরো ৩ আসামী গ্রেফতার

দেশকন্ঠ প্রতিবেদক : কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় পুলিশ তিন আসামীকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ ঢাকা ও নারায়নগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত মাইক্রোবাস, বোরকা ও  জুতা জব্দ করা হয়েছে। আজ সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আবদুল মান্নান এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হচ্ছে- তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মোহাম্মদ রবি (৩৩), একই এলাকার মোহাম্মদ শাহ পরান (৩৪) এবং একই উপজেলার লালপুর পূর্বপাড়া গ্রামের সুমন হোসেন (২৭)।এর আগে দাউদকান্দি উপজেলার গৌরীপুরে গত ৩০ এপ্রিল রাতে তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় র‌্যাব ঢাকা ও চট্টগ্রাম থেকে ৩ জনকে আটক করে।এ হত্যাকান্ডের পর নিহত জামালের স্ত্রী পপি আক্তার ২ মে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৮/৯ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।