• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৮:৪৭    ঢাকা সময়: ১৮:৪৭

মোখা মোকাবিলায় নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে সিএমপি

দেশকন্ঠ  প্রতিবেদক  : ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। ১৩ মে শনিবার সন্ধ্যায়  চট্রগ্রাম মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নিরাপত্তা সতর্কতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে উপকূলীয় অঞ্চলে মাইকিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে মৎস্যজীবী ও জেলে সম্প্রদায় এবং উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে আসাসহ করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া আপদকালীন ব্যবস্থার অংশ হিসেবে শুকনা খাবার, মোমবাতি, দিয়াশলাই,  লাইটার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরি ঔষধ ইত্যাদি যার যার সাধ্যমত সংগ্রহ করে রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। গবাদি পশু,  পোষা প্রাণি ইত্যাদি নিরাপদ হেফাজতে রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়াসহ এ বিষয়ে সিএমপির সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

এ ছাড়া জরুরি প্রয়োজনে কুইক রেন্সপন্স টিম গঠন করা হয়েছে এবং সার্বক্ষণিক পরিস্থিতি জানানোর জন্য ২৪ ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বরঃ জাহাঙ্গীর (এডিসি ক্রাইম) সিএমপি, চট্টগ্রাম. মোবাইল নম্বরঃ ০১৩২০০৫২১২০.

নিয়ন্ত্রণকক্ষঃ
০১৬৭৬১২৩৪৫৬
০১৩২০০৫৭৯৮৮
৬৩০৩৫২
৬৩০৩৭৫
৬৩৯০২২
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।