দেশকন্ঠ প্রতিবেদক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৫৬৫ পিস ইয়াবাসহ মো. জাহিদ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব ইয়াবার দাম প্রায় ১০ লাখ টাকা। ২৬ মে শুক্রবার দুপুরে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের নিয়মিত নজরদারির অংশ হিসেবে সাদা পোশাকের গোয়েন্দা দল এবং পেট্রোল দল সার্বক্ষণিক কাজ করে। শুক্রবার সকালে এপিবিএনের গোয়েন্দা দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে জাহিদকে দেখে। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়।
জাহিদের দিকে এগিয়ে যেতেই সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় এপিবিএনের গোয়েন্দারা তাকে আটক করে। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে ইয়াবা বহনের কথা স্বীকার করে এবং পকেট থেকে ইয়াবাগুলো বের করে দেয়। জিয়াউল হক আরও জানান, জাহিদ হোসেনের কাছে ৩ হাজার ৫৬৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বাবার নাম আব্দুল গফুর, গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফে। জাহিদের কাছ থেকে জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনজনকে ইয়াবাসহ বিমানবন্দর এলাকা থেকে আটক করা হলো।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।