• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২১:০১    ঢাকা সময়: ০৭:০১

জামিন না-মঞ্জুর জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী কারাগারে

দেশকন্ঠ   প্রতিবেদক : গোপন বৈঠক করার সময় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর রাজধানীর বনানী থানা কমিটির আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল রাফেকসহ ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।৭ জুন বুধবার  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত শুনানি শেষে জামিন আবেদন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- শাহীনুর ইসলাম, রুহুল আমিন, হাফিজুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক, সাগর হোসেন, আবু বক্কর,  শাহিনুর রহমান ও নূরে আলম।এর আগে এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন সন্ত্রাস-বিরোধী আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তাদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন না-মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর জালাল উদ্দিন এ তথ্য জানান।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বনানী ওয়ারলেস গেট এলাকায় নবাবী রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিল। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।