• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:৪৮    ঢাকা সময়: ২২:৪৮

কুমিল্লায় হত্যার মামলায় ১ আসামীর মৃত্যুদন্ড

দেশকন্ঠ  প্রতিবেদক : জেলায় হত্যার অভিযোগে এক আসামীকে আজ মৃত্যুদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ডের রায় প্রদান করা হয়েছে আদালত।কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক সেলিনা আক্তার হত্যা মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৫ অক্টোবর রাতে নাঙ্গলকোট উপজেলায় চান্দলা গ্রামে জবা বেগম (৭৫) কে হত্যা করে বালিশ চাঁপা দিয়ে রেখে দু®কৃতিকারীরা পালিয়ে যায়। এ সময় দু®কৃতিকারীরা নিহত জবা বেগমের ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। র‌্যাব ও থানা পুলিশ বৃদ্ধা হত্যার মামলা তদন্তে তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃদ্ধাকে খুন করার অভিযোগে একই উপজেলার সিজিয়ারা গ্রামের মৃত আবদুল গফুরের পুত্র খুনি খোরশেদ আলমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী খোরশেদ আলম বৃদ্ধ জবা বেগমকে হত্যার ঘটনা স্বীকার করে। হত্যা মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করে অতিরিক্ত পিপি এডভোকেট মফিজুর রহমান এবং এডভোকেট মাসুদ ইকবাল মজুমদার।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।