• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৯:০২    ঢাকা সময়: ১৯:০২

স্ত্রীকে পিটিয়ে হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দেশকন্ঠ প্রতিবেদক : যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাচ্চু হাওলাদারকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। ২০ বছর ধরে পলাতক ছিল বাচ্চু।১৯ জুন সোমবার র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, ১৮ জুন রোববার রাতে কুমিল্লার চান্দিনা থানাধীন এলাকা থেকে বাচ্চুকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ এবং ১১ এর যৌথ আভিযানিক দল।

২০০৩ সালে শরীয়তপুরের গোসাইরহাট থানাধীন এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী জাহানারাকে পিটিয়ে হত্যা করে বাচ্চু হাওলাদার।লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান,  মামলা সূত্রে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাচ্চু বিয়ের পর থেকেই তার স্ত্রী জাহানারাকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে চাপ দিচ্ছিল। এতে কাজ না হলে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।

এছাড়াও বাচ্চুর সঙ্গে পরী বানু নামের এক নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ২০০৩ সালের ১৯ আগস্ট ভোররাতে কলহ হলে বাচ্চু তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। সকালে প্রতিবেশীরা জাহানারার মৃতদেহ দেখতে পেয়ে তার বাবা মফিজুল হক ব্যাপারীকে খবর দেন। ২০০৩ সালের ২০ আহস্ট ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শরীয়তপুরের গোসাইরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গত ২০১৮ সালের ১ আগস্ট বাচ্চুকে মৃত্যুদদণ্ড দেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই আসামি দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।