• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৩১    ঢাকা সময়: ২৩:৩১

বিপুল আয়োজনে টাইমস স্কয়ারে‌ বঙ্গাব্দ উদযাপন

দেশকন্ঠ অনলাইন : বঙ্গাব্দ ১৪৩১-কে বরণ করার উপলক্ষে নিউইয়র্কের বাণিজ্যিক নগরী ম্যানহাটনের টাইমস স্কয়ারে‌ বর্ণিল উৎসব উদযাপন হয়েছে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে টাইম স্কয়ারে সহস্র কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ ছাড়া নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠানের।
 
সকাল আটটায় নিউইয়র্কের টাইমস স্কয়ারে সহস্র কণ্ঠে বিশ্ববাঙালির বর্ষবরণ ১৪৩১ অনুষ্ঠানের সংগীত পরিচালনা করেন মহীতোষ তালুকদার তাপস। দিনভর নানা অনুষ্ঠান আয়োজন শেষ হয়েছে রাত নয়টায়।
 
 
নিউইয়র্ক টাইমস স্কয়ারে সহস্র কণ্ঠে ১৪৩১ বাংলা বর্ষবরণ আয়োজনের আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনের সময় বলেন, 'টাইমস স্কয়ারে হাজারো বাঙালির উপস্থিতিতে মঙ্গল শোভাযাত্রা এবং সহস্র কণ্ঠে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার যে ইতিহাস সৃষ্টি করেছেন বাঙালি অভিবাসীরা তা অবিস্মরণীয়। এ আয়োজন দেখে পৃথিবীর বিভিন্ন দেশের বাঙালিরা বর্ষবরণ উদযাপন করবেন সেই স্বপ্ন দেখছি।' 
 
 
নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, 'ইতিহাস সৃষ্টিকারী এই আয়োজন আগামী প্রজন্মকে বাংলা সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবে।' নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাসার মেয়র এরিক অ্যাডামের পক্ষ থেকে বলেন, 'বাঙালির সার্বজনীন উৎসবের বর্ণাঢ্য এই আয়োজন দেখে আমরা অভিভূত। সব ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠীর মানুষের সম্মিলিত প্রচেষ্টায় নিউইয়র্ক সিটিকে আমরা আরও প্রাণবন্ত ও আনন্দমুখর করে তুলব।'
 
মমতাজ বেগম রাত পৌনে ১০টায় টাইমস স্কয়ারের মঞ্চে উঠে দর্শক দেখে অভিভূত হয়ে বলেন, 'কনকনে শীতের মধ্যে হাজার দশেক মানুষ আমার গান শুনতে দাঁড়িয়ে আছে, এটা আমার জন্য খুবই সম্মানের।' 
 
 
রাত ১০টা পর্যন্ত উচ্চশব্দ ব্যবহারের অনুমতি ছিল। অগণিত মানুষের আনন্দ এবং মমতাজের গানে মুগ্ধ হয়ে টাইমস স্কয়ার পুলিশ ইউনিটের সার্জেন্ট মোহাম্মদ খান মঞ্চে এসে বলেন, 'আমেরিকায় আপনি বাংলা গানের অ্যাম্বাসেডর। আপনার সম্মানে আমরা সময়ের সীমা তুলে নিলাম। আপনি যতক্ষণ পারেন গান করেন, আমরাও শুনব।'
 
উদ্বোধনী অনুষ্ঠানে সহস্র কণ্ঠে বিশ্ব বাঙালির ১৪৩১ বাংলা বর্ষবরণের প্রধান পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার বলেন, 'যুক্তরাষ্ট্রে অভিবাসীরা টাইমস স্কয়ারে যে অভূতপূর্ব আয়োজন করেছেন তার সাক্ষী এবং এবং এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা গর্বিত।'  
 
 
এদিন বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত বর্ষবরণের মনমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নাচ, যাত্রাপালাসহ বাঙালি সংস্কৃতির নানা পরিবেশনা সমবেত হাজার হাজার দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল এনআরবি ওয়ার্ল্ডওয়াইড। এছাড়া ১৪ এপ্রিল বিভিন্ন সংগঠন বিভিন্ন স্থানে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান করেছে।
 
 
অনুষ্ঠানে অদিতি মোহসীন লাইভে গান পরিবেশন করেন। ছিল শিল্পী তাজুল ইমামের পরিবেশনায় মেলার বিশেষ আকর্ষণ বাউলের গহিন পরান লোকগীতি। বাফার শিক্ষার্থী ও শিল্পীরা নাচ, গান ও গিটার পরিবেশনা করেন। অনুষ্ঠানে বিশ্বখ্যাত শিল্পী পার্বতী দাস বাউল এবং বাংলাদেশের ফোকসমাজ্ঞী মমতাজ বেগম গান গেয়েছেন। উপস্থিত ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান অনেকেই।
দেশকণ্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।