• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:২৯    ঢাকা সময়: ২১:২৯

ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টটিউটের বার্ষিক সাংস্কৃতিক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জের ফুলদী চাইল্ড এডুকেশন ইনষ্টিটিউটের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেলের সভাপতিত্বে ও আবুল কালাম খান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন খান কচি মিয়া, আবুল হাসেম খান, মো. ফেরদৌস খান, নাজমিউদ্দিন আহমেদ, মাওলা আলী খান রাজীব প্রমুখ।
 
দুই শতাধিক শিক্ষার্থী ও শতাধিক অভিবাবকের অংশগ্রহণে এ অনুষ্ঠানে কবিতা আবৃতি, পবিত্র কোরআন তেলাওয়াত, একক ও দলীয় অভিনয়, একক ও দলীয় নৃত্যে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পুরুষ ও মহিলা অভিভাবকদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরা উপস্থিত কুইজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন ফাউন্ডেশন বেসরকারী বৃত্তি পরীক্ষায় ফুলদী চাইল্ডের ৪৬ জন শিক্ষার্থী কৃতিতের সাথে উত্তীর্ণ হওয়ায় তাদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মেধাতালিকায় পরবর্তী ক্লাবে উত্তীর্ণদের বিশেষ পুরস্কারে ভুষিত করেন মাওলা আলী খান রাজীব।
দেশকণ্ঠ/আসো 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।