• মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৬:৫১    ঢাকা সময়: ০২:৫১

ছাত্রলীগ কর্মীরা কৃষকের ধান কেটে মাড়াই করছেন

দেশকন্ঠ অনলাইন : জেলার সদর উপজেলায় কৃষকের জমির পাকা বোরো ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন স্থানীয় ছাত্রলীগ কর্মিরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কৃষক জসিম উদ্দিন ও কৃষক মাসুদ মিয়ার ৫৫ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে ও মাড়াই করে দেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে ২০ জন নেতাকর্মি।

কৃষক জসিম উদ্দিন জানান, শ্রমিকদের বাড়তি মজুরি ও গ্রীষ্মের তাপদাহের কারনে দেশের অন্য জায়গা থেকে শ্রমিকরা এখনো আসা শুরু করেনি। তাই ঝড় বৃষ্টির শংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এ পরিস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মিরা ২৫ শতাংশ জমিতে থাকা ধানগুলো কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন।

কৃষক মাসুদ মিয়া জানান, অনেক পরিশ্রম করে এবার ৩০ শতাংশ জমিতে ধান চাষ করেছেন, খরচও হয়েছে অনেক টাকা। কিন্তু গরমের কারণে শ্রমিকরা কাজ করতে রাজি হচ্ছিল না। ফলে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এ অবস্থায় কোন প্রতিদান ছাড়াই ছাত্রলীগের নেতাকর্মিরা ধানগুলো কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। কৃষক জসিম উদ্দিন ও কৃষক মাসুদ মিয়া উভয়েই ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দেওয়ায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী জেলার প্রত্যন্ত অঞ্চলের শ্রমিক সংকটের কারণে যেসব কৃষক পাকা ধান ঘরে তুলতে পারছেন না তাদের ধান কেটে ঘরে তুলে দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকদের যেমন উপকার হচ্ছে, তেমনি কৃষকের পাশে দাঁড়াতে পেরে আমাদেরও অনেক ভালো লাগছে।

নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামছুল হুদা বাপ্পি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকবেন ছাত্রলীগ নেতাকর্মিরা।
দেশকন্ঠ //

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।