• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:১৪    ঢাকা সময়: ১৪:১৪

নূহ-উল-আলম লেনিনের ৭৭ তম জন্মবার্ষিকী পালন

দেশকণ্ঠ অনলাইন : বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ  বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. নূহ-উল-আলম লেনিনের ৭৭ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
 
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লেনিনের জন্মগ্রাম রানীগাঁও ও শিমুলিয়া গ্রামবাসী এর আয়োজন করে। শিক্ষাবিদ মনোয়ার হাসিনুল আলম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামনগর বার্তার প্রকাশক বিশিষ্ট সংগঠক খান নজরুল ইসলাম হান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুন্সী দেলোয়ার হোসেন, আসন্ন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কনকসার ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট রাজনীতিক শেখ মোজাম্মেল হোসেন রিপন, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র পাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা, স্থানীয় মোবারক হোসেন, আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার।
 
সংবর্ধিত প্রধান অতিথি নূহ-উল-আলম লেনিন তাঁর বক্তব্যে বলেন, জন্মভিটায় এসে আমি আজ স্মৃতিকাতর। জন্মগ্রাম রানীগাঁওয়ের জলবায়ু, আলো-বাতাস আমার স্মৃতিতে ভাস্বর। ১৯৯৭ সালে আমি আওয়ামী লীগে যোগদান করি। কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। রক্ত দিয়ে যে বাংলাদেশ স্বাধীন করেছি, সে দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে দেখতে চাই। দেশে এখন সততার আকাল চলছে। আমরা দুর্নীতির জন্য এদেশ স্বাধীন করিনি। দেশ এখন দুর্নীতে ছেয়ে গেছে- প্রধানমন্ত্রীও এটা স্বীকার করেছেন। 
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।