• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৮:১৫    ঢাকা সময়: ১৮:১৫

কোটালীপাড়ায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেশকন্ঠ অনলাইন : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর ব্রি ধান-৭৪ ও বঙ্গবন্ধু-১০০ জাতের বোরো ধানের প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার লাখিরপাড় সার্বজনীন দূর্গা মন্দির চত্ত্বরে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের সহযোগিতায় এ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ দিবসের উদ্বোধন করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের ফিল্ড সুপারভাইজার আবু জাফর। লাখিরপাড় গ্রামের সমাজসেবক সলোমন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন কেন্দ্রের জুনিয়র সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হোসেন, কমিউনিটি ফার্ম উন্নয়ন কর্মকর্তা মো. জসীম উদ্দিন খান, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার স্বপন মহালদার ও কৃষক স্বপন বিশ্বাস।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।