• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৫:১৯    ঢাকা সময়: ০১:১৯

‘রিমান্ডে মিল্টন সমাদ্দার ভয়ংকর ও রোমহর্ষক তথ্য দিয়েছেন’

দেশকন্ঠ অনলাইন : ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, প্রতারণা ও অনিয়মের অভিযোগে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার রিমান্ডে ভয়ংকর ও রোমহর্ষক তথ্য দিয়েছেন। সেগুলো নিয়ে আমরা যাচাই-বাছাই করছি।৫ মে রোববার দুপুরে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে ১ কোটি ৪৫ লাখ টাকা থাকার কথা স্বীকার করেছেন। মাদকাসক্ত মিল্টন মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। তিনি বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী ও রোগাক্রান্তদের ধরে আনতেন। তাদের দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিতেন। যা এসব মানুষের পেছনে খরচ করতেন না। বরং তারা অসুস্থ হলে নিজেই তাদের চিকিৎসার নামে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলতেন।

মিল্টন সমাদ্দার স্বীকার করেছেন, তিনি ৯০০ মরদেহ দাফন করেননি। তিনি ১৩৫ থেকে ১৪০টি মরদেহ দাফন করেছেন। এর আগে, ১ মে রাতে মিরপুর এলাকা থেকে মিল্টনকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। পরে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে আবারও ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।