• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৫৭    ঢাকা সময়: ২৩:৫৭

স্যুপি নুডলস থুকপা বানানোর পদ্ধতি

দেশকন্ঠ অনলাইন : নেপাল ও ভুটানেও জনপ্রিয় একটি খাবার থুকপা। শুধু তাই নয়, যারা সিকিমে গিয়েছেন তারাও এই খাবারটির সঙ্গে পরিচিত হয়েছেন। কারণ সেখানেও পাওয়া যায় মজার এই স্যুপি এই নুডলসটি। রইলো মজার এই খাবারের রেসিপি।তাহলে আসুন জেনে নেয়া যাক যেভাবে বানাবেন স্যুপি নুডলস থুকপা।

উপকরণ : নুডলস ১০০ গ্রাম বা একটা মিনিপ্যাক, বাঁধাকপি কুচি ১৫ গ্রাম, বিনস কুচি ১৫ গ্রাম, গাজর কুচি ১০ গ্রাম, মটরশুটি ৫ গ্রাম, পেঁয়াজ কুচি ১টা, টমেটো কুচি ১টা, কাঁচা মরিচ কুচি ৩টি, ভেজিটেবল অয়েল ২ টেবিল চামচ, ভেজিটেবল স্টক পরিমাণমতো এবং লবণ স্বাদমতো।

প্রণালী : প্রথমে নুডলস সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার ননস্টিক প্যানে তেল দিয়ে আঁচে বসান। তাতে পেঁয়াজকুচি দিন। সামান্য নাড়াচাড়া করে টমেটো কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিন। তারপর নাড়তে থাকুন। এবার ভেজিটেবল স্টক দিন। তরপর একে একে বাঁধাকপি, গাজর, বিন ও মটরশুটি দিন। আঁচ কমিয়ে সেদ্ধ করুন। পরিমাণমতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। সব সবজি ভালভাবে সেদ্ধ হলে নামিয়ে নিন। একটা পাত্রে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে তার উপরে গ্রেভি ঢেলে দিন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
দেশকন্ঠ//

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।