• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০০:৪৪    ঢাকা সময়: ১০:৪৪

হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

দেশকন্ঠ অনলাইন : বগুড়ার শিবগঞ্জের আলোচিত ফিরোজা বেগম হত্যা মামলার প্রধান আসামি সৈকতকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে র‌্যাবের যৌথ অভিযানে গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সৈকত উপজেলার চকভোলা খা এলাকার সবুজ মিয়ার ছেলে।

জানা যায়, শিবগঞ্জের আচঁলাই দাবারপাড়া এলাকার মো. তাজুল ইসলামের সাথে সৈকত ও অন্যান্য আসামিদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১ মে বেলা ১১টার দিকে চক-ভোলাখা গ্রামস্থ জনৈক ফজলারের বাড়ির সামনে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তার স্ত্রী ফিরোজা এবং ছেলেকে মারপিট করে।

এতে তার স্ত্রী গুরুতর আহত হয়। পরে তিনি তার স্ত্রী ও সন্তানকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী ফিরোজা মারা যান। এ ঘটনায় ওইদিন তাজুল ইসলাম শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলায় প্রধান আসামি সৈকতকে বগুড়া র‌্যাব-১২ ও র‌্যাব ১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের যৌথ অভিযানে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বগুড়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেফতার সৈকতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।