• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:০৩    ঢাকা সময়: ০৮:০৩

নড়াইলে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ড

দেশকন্ঠ অনলাইন : নড়াইলে পৃথক দুইটি মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

যাবজ্জীবন দন্ড প্রাপ্ত আসামিরা হলেন যশোর কোতোয়ালি থানার কচুয়া মোল্যাপাড়া এলাকার সলেমান শেখের ছেলে মফিজুর রহমান (৪৪) ও খুলনার খানজাহান আলী থানার পাড়িয়ার ডাঙ্গা এলাকার আফসার শেখের ছেলে হযরত শেখ (৩৭)।নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো.আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আসামি মফিজুর রহমান দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।  রায় ঘোষণার সময় মফিজুর আদালতে উপস্থিত ছিলেন।

অন্যদিকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৭ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে হযরত শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন। রায় ঘোষনার সময় আসামি হযরত শেখ আদালতে অনুপস্থিত ছিলেন।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।