• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৪৩    ঢাকা সময়: ২৩:৪৩

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে সোমবার দিনব্যাপী কর্মসূচি

দেশকন্ঠ অনলাইন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে  সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান, সকাল ১০টায় প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থানে সহায়তা প্রদানের জন্য যুব কল্যাণ তহবিল হতে যুব সংগঠন সমুহের মাঝে যুব অনুদানের চেক বিতরণ, দিনের সুবিধাজনক সময়ে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ কামালের জীবনী নিয়ে চিত্রাঙ্কন,রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতা ও স্ব-স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে শেখ কামালের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল, বিকেল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গাছের চারা রোপণ, বিকেল ৪টায় রাঙ্গামাটি জিমনেশিয়ামে ব্যাডমিন্টন এবং কারাতে প্রদর্শনী আয়োজন করা হয়েছে বলে বাসসকে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এছাড়া রাঙ্গামাটির ১০টি উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।