• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৩৪    ঢাকা সময়: ২৩:৩৪

ঠাকুরগাঁওয়ে বাস-তেলবাহী ট্যাংকার সংঘর্ষে নিহত ২

দেশকন্ঠ অনলাইন : ঠাকুরগাঁও সদর উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের সত্যপীর ব্রিজ এলাকায় বাস-তেলবাহী ট্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে ঠাকুরগাঁওয়ের সত্যপীর ব্রিজ এলাকায় তেলবাহী ট্যাংকারের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী এন্টারপ্রাইজের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্যাংকারচালক মো. শাহাদাত (৪৫) মারা যান। অপরদিকে গুরুতর আহত অবস্থায় শ্যামলী বাসের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ হোসেনকে (৩০) স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ট্যাংকারচালক শাহাদাত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা এবং নিহত বাসযাত্রী সানাউল্লাহ ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার চামেশ্বরী গ্রামের বাসিন্দা ।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। একজনকে মৃত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।