• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৪৩    ঢাকা সময়: ২৩:৪৩

নাটোরের হালতিবিল ও চলনবিলে অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ জাল অপসারণ

দেশকন্ঠ অনলাইন : মৎস্য সম্পদ সুরক্ষায় জেলার হালতিবিল ও চলনবিলে পরিচালনা করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ আজ রোববার সকালে জানান, হালতিবিল ও চলনবিলে গতকাল সন্ধ্যা পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে আড়াই লাখ টাকা মূল্যমানের অবৈধ জাল অপসারণ, পাঁচব্যক্তির কাছ থেকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং জালে আটক প্রায় ১ টন মাছ অবমুক্ত করা হয়।

নলডাঙ্গা উপজেলার হালতিবিলের বিভিন্ন এলাকা থেকে উদ্ধারকৃত ১ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল, ২২০ মিটার দৈর্ঘের ১১টি চায়না দোয়ারি জাল ও ৫০০ মিটার বানার বাঁধ জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত তিনব্যক্তির কাছ থেকে দেড় হাজার টাকা জরিমানার অর্থ আদায় করা হয়। জালে আটক ৫০ কেজি মাছ তিনটি মাদ্রাসায় বিতরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার অভিযানের নেতৃত্ব দেন।

অন্যদিকে সিংড়া উপজেলায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ এবং সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার। চলনবিলে পরিচালিত অভিযানে তিনটি স্রোতি জাল অবকাঠামোসহ এবং দেড় হাজার মিটার বানার বাঁধ অপসারণ করা হয়। অভিযানকালে অভিযুক্ত তিনব্যক্তির কাছ থেকে জরিমানালব্দ ৫ হাজার টাকা আদায় করা হয়। জালে আটক প্রায় ১ টন মাছ মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়। জব্দকৃত এসব জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।