• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৬:২০    ঢাকা সময়: ১৬:২০

নিখোঁজের পরদিন নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

দেশকন্ঠ অনলাইন : মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের পরদিন ধলেশ্বরী নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ধলেশ্বরী নদীর খেয়াঘাট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার সকালে ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয় রাফসা (১২) নামের এক শিশু। তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন তার বাবা মহিদুর রহমান (৫০)। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে বাবা-মেয়ের মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা।

সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সারাদিন চেষ্টা চালিয়ে নিখোঁজ বাবা-মেয়ের সন্ধান পাওয়া যায়নি। নদীর যে পাশে তারা তলিয়ে গিয়েছিল বৃহস্পতিবার সকালে তার বিপরীত পাশে দুই জনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।