• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ০০:৫০    ঢাকা সময়: ১০:৫০

সবজির বস্তায় বুপ্রেনরফিন ইনজেকশন বাবা-মেয়ে গ্রেপ্তার

দেশকন্ঠ অনলাইন : সিরাজগঞ্জে শহরের রহমতগঞ্জে অভিযান চালিয়ে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে র‌্যাব। অভিনব কায়দায় সবজির বস্তায় ওই ইনজেকশন নিয়ে যাচ্ছিলেন তারা।বৃহস্পতিবার ভোরের দিকে কাঠেরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের আকবর আলী (৬৩) এবং তার মেয়ে সামু মিয়ার স্ত্রী শামিমা আক্তার (৩১)।

র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম জানান, বৃহস্পতিবার ভোররাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিরজাগঞ্জ শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি টিম। তখন অভিনব কায়দায় সবজির বস্তার ভেতরে বহনকালে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই বাবা ও মেয়েকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আসামিদ্বয় দীর্ঘদিন ধরে গোপনে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দিয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।