• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:২৩    ঢাকা সময়: ১৭:২৩

ভুলক্রমে অন্য গ্রুপের রক্ত শরীরে নিলে কী হয়?

  • স্বাস্থ্য       
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৪       
  • ৩৬
  •       
  • ১৪:০৩:০৬

দেশকন্ঠ অনলাইন : সবার রক্তের রং একই (লাল) হলেও যখন কারো শরীরে কোনো কারণে রক্ত দেয়ার প্রয়োজন হয় তখন প্রত্যেককে নিজ নিজ গ্রুপের রক্ত নিতে হয়। কিন্তু ভুলক্রমে যদি অন্য গ্রুপের রক্ত শরীরে প্রয়োগ করা হয় তাহলে কী হয়?

চিকিৎসাবিজ্ঞান বলছে , অন্য গ্রুপের রক্ত শরীরে ট্রান্সফার করলে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এর ফলে তাৎক্ষণিকভাবে শরীরে প্রতিক্রিয়া শুরু হয়। অন্য গ্রুপের রক্ত শরীরে প্রবেশের ফলে ঐ রক্তে থাকা বিভিন্ন ধরণের অ্যান্টিজেন শরীরে প্রবেশ করে। এগুলো রক্তে আসার ফলে তা একত্রিত হয়ে রক্তণালীগুলোকে ব্লকও করে দেয়।

এর ফলে যখন রক্তণালীগুলো ব্লক হয়ে যায় তখন রক্ত ​​জমাট বাঁধতে শুরু করে। এতে রক্ত ​​চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে।
 
তবে সঠিকভাবে রক্ত ​​​​সঞ্চালনের পরও অনেক সময় শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তবে এটি অ্যান্টিবায়োটিক ওষুধের মাধ্যমে ঠিক করা যায়।

অন্য গ্রুপের রক্ত শরীরে প্রবেশের ফলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে শুরু করে। ফলে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে গাঢ় বাদামি রঙের তরল নির্গত হতে শুরু করে। হিমোগ্লোবিন বিলিরুবিন নামক এক প্রকার পদার্থে পরিণত হয়ে জন্ডিসের মতো রোগ হওয়ার হওয়ার আশঙ্কা দেখা দেয়। রক্ত জমাট বেঁধে মৃত্যু হাওয়ার আশঙ্কাও থাকে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।