• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:১৯    ঢাকা সময়: ১৭:১৯

পটিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ পুলিশসহ হতাহত ৪

দেশকন্ঠ অনলাইন :  চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশসহ হতাহত হয়েছেন ৪ জন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার শান্তিরহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে নিহত হয়েছেন সিএনজি চালক আবদুল মান্নান (৪৫) ও আহত হয়েছেন পটিয়া থানার এসআই খায়ের উদ্দিন ভুইয়া (৩৪), এসআই জুয়েল সরকার (৩২), তোয়াই চাক নয়ন (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, পটিয়া থানার তিন এসআই জেলায় পরিদর্শক পদে পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে তারা সিএনজি নিয়ে থানায় ফেরার পথে উপজেলার শান্তিরহাট এলাকায় পৌঁছুলে চট্টগ্রামমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় সিএনজি চালক মান্নান মারা যান এবং তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহততিন পুলিশকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক পাপিয়া চক্রবর্তী তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পটিয়া থানার ওসি জায়েদ নূর জানান, পটিয়া থানার তিন পুলিশ চট্টগ্রাম জেলায় পরীক্ষা দিয়ে  ফেরার পথে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক নিহত হন এবং  তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।