• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:২৭    ঢাকা সময়: ২৩:২৭

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্র নিহত

দেশকন্ঠ অনলাইন : ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে অলিউল্লাহ নিবির (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অলিউল্লাহ নিবির জেলা শহরের দক্ষিণ মোড়েল এলাকার আমান উল্লার ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের একাদশ শ্রেণির ব্যবসা শাখার ছাত্র ছিলেন।

জানা যায়, রোববার ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের দরজায় বসে ব্রাহ্মণবাড়িয়ার আসছিলেন নিবির। ট্রেনটি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে প্রবেশ করার সময় ট্রেনের দরজা থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে যান  নিবির। পরে স্থানীয়রা নিবিরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এসআই সুব্রত বিশ্বাস জানান, জেলা প্রশাসনের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।