• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৫৭    ঢাকা সময়: ১৩:৫৭

কুষ্টিয়ার খোকসায় একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সিরাজ গ্রেপ্তার

দেশকন্ঠ অনলাইন : কুষ্টিয়ার খোকসার একাধিক মামলার আসামি সন্ত্রাসী সিরাজ সরদার কে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। সে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের মৃত বেগু সরদারের ছেলে।

গত শুক্রবার রাত তিনটার দিকে কুষ্টিয়ার রাজবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক মামলায় আসামী শীর্ষ সন্ত্রাসী সিরাজ সরদার গ্রেপ্তার হয়েছে বলে জানান খোকসা থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ।

সন্ত্রাসীর সম্রাট সিরাজ সরদার ১৯৯০ সালের পরবর্তী সময় থেকে চর অঞ্চলে স্ব-ঘেষিত এলাকায় মাজেদ-সিরাজ নামে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। এই বাহিনী দ্বারাই নির্যাতিত হয় খোকসা উপজেলার কয়েকটি গ্রামের সহস্রাধিক সংখ্যালঘু পরিবার।

সিরাজের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, সংখ্যালঘুর জমি দখলসহ বিভিন্ন ধরনের নির্যাতনের একাধিক মামলা রয়েছে।স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অভিযোগ সহস্রাধিক সংখ্যালঘুদের দেশ ছাড়তে বাধ্য করেন এই সন্ত্রাসী সিরাজ বাহিনীর সিরাজ।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।