• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:২৮    ঢাকা সময়: ১৭:২৮

নতুন আশায়’ দিল্লির পথে শান্তরা

  • ক্রীড়া       
  • ০৭ অক্টোবর, ২০২৪       
  • ২৫
  •       
  • ২১:০৬:০১

দেশকন্ঠ অনলাইন : পাকিস্তানে টাইগাররা যে গর্জনে গর্জে ওঠেছিল, তার ছিঁটেফোঁটাও নেই  ভারতের মাটিতে। সেখানে গিয়ে চুপসে গেছে তারা। চেন্নাই ও কানপুরে টেস্টে হার, এরপর গোয়ালিয়রে টি-টোয়েন্টিতেও জয়শূন্য টাইগাররা। এমন পরিস্থিতিতে সামনে ম্যাচে আরও ভালো করা আশা ছাড়া আর কি শোনাতে পারেন টাইগার অধিনায়ক।

বাস্তবতা জেনেও দলের প্রতি আশা ও বিশ্বাস কোনটাই হারাতে চান না টাইগার অধিনায়ক। তার মতে বাংলাদেশ এতটাও খারাপ দল নয়, যতটা দেখা যায়। তিনি বলেন, আমরা এর চেয়ে ভালো দল। আমরা অনেক দিন ধরেই এই সংস্করণে ভালো করছি না। তবে আমি মনে করি, আমরা এর চেয়ে আরও ভালো দল। আর আমাদের সমস্যাটা আসলে মানসিকতায়। পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই।

গতকাল গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে টাইগাররা। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। একসময় তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন। পরে মেহেদী হাসান মিরাজের ৩৫ এবং নাজমুল হোসেন শান্তর ২৭ রানে ভর করে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ।

জবাবে ইনিংসের শুরু থেকেই মারকাটারি খেলতে থাকে টিম ইন্ডিয়া। মাত্র ১১ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এমন হারের পরও দলের কোনো একজনকে দোষ দিতে রাজি নয় শান্ত।

তিনি বলেন, কোনো আলাদা ক্রিকেটারকে নিয়ে বলতে চাই না। আমরা সবাই আজ ভালো ব্যাটিং করিনি। অবশ্যই রান করার জন্য আক্রমণাত্মক হতে হবে, কিন্তু কিছু সিলেকশনও ঠিক করতে হবে যে কখন আমরা কোন শট খেলবো। এসবও চিন্তা করার ব্যাপার আছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে ওই অ্যাপ্রোচটা যেন থাকে। এক ম্যাচ পারিনি তো পরের ম্যাচেই অ্যাপ্রোচ বদলে ফেলবো এমন করা যাবে না। এখন দেখার পালা পরের ম্যাচে কতটা ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ।
দেশকন্ঠ//

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।