• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:১৯    ঢাকা সময়: ১৫:১৯

মেসি ফেরায়ও জিততে পারেনি আর্জেন্টিনা

  • ক্রীড়া       
  • ১২ অক্টোবর, ২০২৪       
  • ১৯
  •       
  • ২২:৩৮:২৫

দেশকন্ঠ অনলাইন : বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আর্জেন্টিনা। মাতুরিনে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরেন লিওনেল মেসি। তবে তার প্রত্যাবর্তনেও দল জিততে পারেনি।

অঝোর বৃষ্টি আর জমে থাকা পানিতে ১-১ গোলে ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রতিকূল পরিবেশে খেলার স্বাভাবিক ছন্দ মেলেনি। তারপরও ওতামেন্দির গোলে শুরুতে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন নিকোলাস ওতামেন্ডি। তবে সে লিড তারা ধরে রাখতে পারেনি।

বিরতির পর সলোমোনের গোলে ১-১ সমতা এনে মূল্যবান একটি পয়েন্ট অর্জন করে ভেনেজুয়েলা। এরফলে টানা দুই ম্যাচে জয় বঞ্চিত রইল বিশ্বচ্যাম্পিয়নরা।

তারপরও ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে স্কালোনির শিষ্যরা। সমান ম্যাচে ভেনেজুয়েলার সংগ্রহ ১১ পয়েন্ট।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘এটা আমার জন্য দীর্ঘ সময় ছিল। আমি ফিরতে পেরে খুশি। এখন আমরা এগিয়ে যেতে চাই এবং পরের ম্যাচে ভক্তদের সমর্থন চাই।’

অপর ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলের জয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।