• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:১৬    ঢাকা সময়: ১৫:১৬

ক্রিকেটারকে চড় মারার কারণে বরখাস্ত হলেন হাথুরুসিংহে

  • ক্রীড়া       
  • ১৫ অক্টোবর, ২০২৪       
  • ১২
  •       
  • ০১:৫৯:১৪

দেশকন্ঠ অনলাইন : ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়া পর থেকেই গুঞ্জন শুরু হয় কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছাটাই হবেন। কিন্তু পাকিস্তান সফরে বাংলাদেশ অসম্ভব ভালো ফলাফল করায় তা বিলম্বিত হলো। যারা বাংলাদেশের কোচ হয়েছেন, এখন পর্যন্ত তাদের কারোরই বিদায়টা ভালো হয় না। একই অবস্থা দেখা গেল চন্ডিকা হাথুরুসিংহের বেলায়।

প্রথম মেয়াদে একটি ই-মেইল লিখেই চাকরি ছেড়ে গিয়েছিলেন। সেই হাথুরুকে বলতে গেলে হাতেপায়ে ধরে দ্বিতীয় মেয়াদে কোচ বানিয়ে নিয়ে আসেন বিসিবির সাবেক প্রধান নাজমুল হাসান পাপন।

ভারত সফর শেষে রোববার রাতে দলের সঙ্গে ঢাকায় ফেরেন হাথুরু। তবে ঢাকায় আর থাকা হচ্ছে না তার। মঙ্গলবার পেয়েছেন বরখাস্ত হওয়ার খবর। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরুর সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে আগেভাগেই তাকে বিদায় করা হচ্ছে। ২০১৪ সালের মে মাসে প্রথম মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হাথুরু। ছিলেন ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে বরখাস্ত করার পেছনে অসদাচরণের বিষয়টি সামনে এনেছেন। সংবাদ সম্মেলনে ফারুক বলেন, দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলি আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলি বিবেচনা করে আজকে আমরা তাকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলার সময়ে ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারা বা শারীরিক লাঞ্ছিত করার যে অভিযোগ হাথুরুর বিরুদ্ধে, সেটার প্রমাণ তারা পেয়েছেন।

এ বিষয়ে ফারুক বলেন, আমরা মানুষ। হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হতেই পারে। তবে একজন জাতীয় দলের ক্রিকেটারকে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন না। সে কারণে যে শাস্তি পেতে হয়, সেটাই হচ্ছে (ছাঁটাই)। এটা আরও আগে হওয়া উচিত ছিল। এখন হয়েছে, আমি খুশি।

বিসিবি সভাপতি বললেন, একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার খারাপ লেগেছে। জাতীয় দলের ক্রিকেটার দেশের গৌরব, ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। ওই নামটা আর না নিই, ওটা ছিল কোচের অসদাচরণ। ভিকটিম, প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি। প্রত্যক্ষদর্শীরও রিপোর্ট ছিল। তদন্ত রিপোর্ট নিয়ে আমি অনেক কাজ করেছি।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।