• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৩৩    ঢাকা সময়: ২১:৩৩

হিলিতে কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

দেশকন্ঠ অনলাইন :  কয়েকদিন ঊর্ধ্বমুখি থাকার পর আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা। দাম কমায় খুশি পাইকাররা।

একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ ২শ’ থেকে ২শ’ ৩০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৫০ থেকে ২শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাঁচামরিচ আমদানিকারকরা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে সরবরাহ কমায় আবারও ঊর্ধ্বমুখি হতে শুরু করে কাঁচামরিচের দাম। এর ফলে দেশে আমদানিকৃত কাঁচামরিচের চাহিদা অনেকটা বেড়ে যায়।

অপরদিকে ভারতে বৃষ্টিপাতের ফলে পণ্যটির সরবরাহ কমায় দাম কিছুটা ঊর্ধ্বমুখি ছিল। তবে দুর্গাপূজা উপলক্ষ্যে আগামীকাল থেকে টানা ৬ দিন বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকবে। সে কারণে বন্ধের পূর্বে বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা।

পূর্বে ১৫/২০ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও গতকাল একদিনেই বন্দর দিয়ে ৩৫টি ট্রাকে ৩৫০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এতে করে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।