• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৩৭    ঢাকা সময়: ১৩:৩৭

রংপুর মেট্রোপলিটানের ৭ পুলিশ কর্মকর্তা - ১ রেজ্ঞ ডিআইজির খোঁজ নেই

দেশকন্ঠ  অনলাইন :  ৫ আগস্ট ছাত্র জনতার সফল অভুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাবার পর থেকে রংপুর মেট্রোপলিটান পুলিশে কর্মরত ৭ উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা ও এক রেজ্ঞ ডিআইজির কোন খোঁজ মিলছেনা। তাদের সকলের নামে বেরোবি শিক্ষার্থী আই সাইদ সহ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ৬ হত্যা সহ ৩ থেকে ৫টি করে মামলা রয়েছে। এদের কাউকেই এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তবে এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার কার্য্যালয়ের একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেছেন ৫ আগস্টের পর তাদের আর দেখা মেলেনি।

মেট্রোপলিটান পুলিশ সূত্রে জানা গেছে ৫ আগষ্ট এর পর রংপুর রেজ্ঞের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে  বাধ্যতামুলক অবসর দিয়েছে অন্তবর্তীকালিন সরকার।

কিন্তু তারা ৫ আগষ্টের পর তাদের রংপুরে জনসম্মুখে দেখা মেলেনি। এ ছাড়া রংপুর মেট্রোপলিটান পুলিশের ডেপুটি কমিশনার আবু মারুফ হোসেন, অতিরিক্ত ডেপুটি কমিশনার উৎপল কুমার পাল , রংপুর কোতয়ালী সার্কেলের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, পশুরাম সার্কেলের সহকারী কমিশনার আল ইমরান হোসেন , রংপুর মেট্রোপলিটান তাজহাট থানার ওসি রবিউল ইসলাম , রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ বিভূতি ভুষন রায় এই ৫ পুলিশ কর্মকর্তা ৫ আগষ্টের পর আর রংপুরে তাদের কর্মস্থলে আর দেখা যায়নি। তারা কোথায় আছেন সে সম্পর্কে পুলিশের কোন কর্মকর্তাই জানেননা বলে জানিয়েছিলেন।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।