• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৫৬    ঢাকা সময়: ২১:৫৬

বৌভাতে রোস্ট দিতে দেরি সংঘর্ষে আহত ১০


দেশকন্ঠ  অনলাইন : মাদারীপুরের শিবচরে বৌভাত অনুষ্ঠানে মুরগির মাংসের রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার দুপুরে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে হেমায়েত ঢালী নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সিডি রোড এলাকার রিপন দেওয়ানের মেয়ে ফাতেমাতুজ জোহরার সঙ্গে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামের খলিল বেপারির পারিবারিকভাবে বিয়ে হয়। আজ দুপুরে বরের বাড়িতে আয়োজন করা হয় বৌভাত অনুষ্ঠানের।

এই অনুষ্ঠানে দাওয়াত খেতে আসেন পাশের নিলখী গ্রামের সুরুজ মিয়া নামের এক ব্যক্তি। এ সময় মুরগির মাংসের রোস্ট দিতে দেরি হওয়ায় রেগে যান সুরুজ। এ নিয়ে বরপক্ষের লোকজনের সঙ্গে সুরুজের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সুরুজ মিয়া সঙ্গে থাকা লোকজন নিয়ে বর খলিল বেপারীর লোকজনের ওপর হামলা চালান। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে হেমায়েত ঢালী, বেল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ আহত হয় অন্তত ১০ জন। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে হেময়াতে ঢালীকে আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজধানীর ঢামেক হাসপাতালে। ঘটনার পর বৌভাত অনুষ্ঠানে আসা অতিথির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোক্তার হোসেন বলেন, ‘বিয়ের বৌভাত অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।