• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৩১    ঢাকা সময়: ২১:৩১

দুর্গাপূজা নিয়ে উস্কানিমূলক পোস্টের ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার

দেশকন্ঠ অনলাইন :  রাজবাড়ীতে শারদীয় দুর্গাপূজা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার ঘটনায় মোঃ তছির উদ্দিন (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঝিনাইদহ সদর উপজেলার কৈলেনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ীতে নিয়ে আসা হয়। এর আগে পুলিশ একই গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে মোঃ ফরহাদ মিয়া (৩৩)কে গ্রেপ্তার করে।তছির রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের জরি মিস্ত্রির ছেলে।

রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, গত বুধবার সকালে দেখতে পান কেএম ফরহাদ হোসেন ফেসবুক আইডি থেকে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জনশৃঙ্খলা বিনষ্ট ও বিভিন্ন শ্রেণী সম্প্রদায়ের মধ্য ঘৃনা এবং সম্প্রতি বিনষ্টসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত বা উস্কানিমূলক পোস্ট দেয়া হয়েছে। যা কিনা এলাকার জনসাধারণ ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে প্রতিক্রিয়া ও বিদ্বেষ সৃষ্টি করে।

এরপর রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম মামলার রহস্য উদঘাটনের কাজে নামে। যার অংশ হিসেবে দীর্ঘ ১৭ ঘন্টার প্রচেষ্টায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে ঝিনাইদহ থেকে মোঃ তছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ তছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদকালে সে জানায়, অনলাইনে ভাইরাল হওয়ার জন্য ১নং আসামির সাথে যোগসাজসে উক্ত ভিডিও ফেসবুকে পোস্ট করে।

এ ঘটনায় গত শুক্রবার থানার এসআই মোঃ শরীফ মফিজুর রহমান বাদী হয়ে ফরহাদ ও তছিরের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব জানান, গ্রেপ্তারকৃত আসামি তছির ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।