• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৫৪    ঢাকা সময়: ১৩:৫৪

অভ্যন্তরীণ কোন্দ‌লে স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে তালা চি‌কিৎসা না পে‌য়ে ফি‌রে যা‌চ্ছেন রোগীরা

দেশকন্ঠ  অনলাইন : টাঙ্গাইলের ভুঞাপু‌র স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে অভ্যন্তরীণ কোন্দ‌লের কার‌ণে তালা ঝু‌লি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। এতে শত শত রোগী চি‌কিৎসা না পে‌য়ে ফি‌রে যা‌চ্ছে। অভি‌যোগ উঠে‌ছে, হাসপাতা‌লের স্টাফ রানা মিয়ার নেতৃ‌ত্বে হাসপাতা‌লে তালা ঝু‌লি‌য়ে‌ছে কর্মচারীরা। সোমবার (১৪ অক্টোবর) সকা‌লে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের বহির্বিভাগ ছাড়াও অন্যান্য গেটগু‌লো‌তে তালা দেওয়া হ‌য়ে‌ছে।
 
এদি‌কে, হাসপাতা‌লে ব‌হির্বিভা‌গের একজন চি‌কিৎসক‌কে ধাওয়া ও হামলার ঘটনায় সকল চি‌কিৎসকরা নিরাপত্তাহীনতার কার‌ণে হাসপাতা‌লে এসে ফি‌রে গে‌ছেন।

অন‌্যদি‌কে, হাসপাতা‌লের কর্মচারীরা টিএইচও আব্দুস সোবাহান ও আরএমও’র ডা. এনামুল হক সো‌হে‌লের অপসারণ চে‌য়ে কর্মবির‌তি পালন ক‌রে। এতে শত শত রোগী চি‌কিৎসা না পে‌য়ে ফি‌রে যা‌চ্ছেন।

এর আগে, উপ‌জেলা স্বাস্থ‌্য কর্মকর্তার (টিএইচও) বিরু‌দ্ধে দুর্নী‌তির অভি‌যো‌গে জেলা স্বাস্থ‌্য কর্মকর্তাসহ সং‌শ্লিষ্ট বরাবর অভি‌যো‌গ দা‌য়ের ক‌রে‌ছেন চি‌কিৎসক ও কর্মচারীরা।

হাসপাতা‌লে আসা রোগীরা জানান, সকা‌লে চি‌কিৎসা নি‌তে গি‌য়ে দে‌খি হাসপাতা‌লের গে‌টে তালা ঝুল‌ছে। কেউ নেই ভেত‌রে। কর্মচারীরা হাসপাতা‌লের বাইরে দাঁড়ি‌য়ে আছেন। জরুরি বিভ‌া‌গে চি‌কিৎসা নে‌ব, সেখা‌নেও শত শত মানুষের ভিড়।

হাসপাতা‌লের স্টোর কিপার রানা মিয়া জানান, গতকাল রা‌তে দুইজন ব‌্যক্তি আমার বিরু‌দ্ধে মিথ‌্যা অভিযোগের চি‌ঠি নি‌য়ে আসে। এতে ক্ষিপ্ত হ‌য়ে হাসপাতা‌লের কর্মচারীরা কর্মবির‌তি দি‌য়ে‌ছেন।

হাসপাতা‌লের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ফ‌রিদুল ইসলাম জানান, টিএইচও আব্দুস সোবাহান এবং আরএমও এনামুল হক‌ সো‌হে‌লের ম‌ধ্যে দ্ব‌ন্দ্বের জে‌রে হাসপাতা‌লে অরাজকতা হ‌চ্ছে। ওই দুই কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত কর্মবির‌তি চল‌বে।

জানা গেছে, হাসপাতা‌লে যে‌তে বাধাপ্রাপ্ত হওয়া ওই চি‌কিৎসক বলেন, ব‌হির্বিভা‌গে যাওয়ার সময় লোকজন বাধা দেয় এবং হামলা করার চেষ্টা ক‌রে। প‌রে নিরাপত্তাহীনতার কার‌ণে দ্রুত হাসপাতাল ত‌্যাগ ক‌রি।

উপ‌জেলা স্বাস্থ‌্য ও পরিবার প‌রিক‌ল্পনা কর্মকর্তা (টিএইচও) আব্দুস সোবাহান ব‌লেন, আরএমওসহ ক‌য়েকজন আমার বিরু‌দ্ধে মিথ‌্যা অভিযোগ দি‌য়ে‌ছেন। হাসপাতা‌লের তালা ঝুলা‌নোর বিষয়‌টি জানা নেই। ‌তিনজন চি‌কিৎসক চি‌কিৎসাসেবা দি‌চ্ছেন হাসপাতা‌লে। যারা হাসপাতা‌লে আসেন‌নি তা‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

জেলা সি‌ভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া জানান, হাসপাতা‌লের দুই কর্মকর্তার সা‌থে দ্ব‌ন্দ্বের জে‌রে এই ঘটনা ঘ‌টে‌ছে। বিষয়‌টি জানার পর নিয়ন্ত্রণের চেষ্টা করা হ‌লেও তারা কেউ কথা শো‌নে‌নি। প‌রে স্বাস্থ‌্য অধিদপ্ত‌রে ঘটনা‌টি জানা‌নো হ‌য়েছে।  
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।