• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৩৮    ঢাকা সময়: ২১:৩৮

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে স্পিডবোট ডুবে গেছে

দেশকন্ঠ অনলাইন : কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের নাফ নদীতে যাত্রীসহ একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় আট যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে স্মৃতি নুর আলাইশা নামে (৮) এক শিশু। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার নাফ নদীর গোলাচর নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ স্মৃতি নুর আলাইশা সেন্টমার্টিনের সাদ্দাম হোসেনের মেয়ে।

ইউএনও আদনান চৌধুরী জানান, সেন্টমার্টিন থেকে চালকসহ ৯ জন স্পিডবোটে করে টেকনাফে যাচ্ছিলেন। নাফ নদীর গোলাচর নামক এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে স্পিটবোটটি ডুবে যায়। এসময় শাহপরীর দ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ তার স্পিডবোটের মাধ্যমে ৮ জনকে নদী থেকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।