• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:০০    ঢাকা সময়: ১৪:০০

ব্যবসায়ীরা প্রতি কেজি মরিচ বিক্রি করে লাভ তুলে নিচ্ছেন ৬০ থেকে ৭০ টাকা

দেশকন্ঠ অনলাইন : বর্তমানে বাজার অনুসারে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে কাঁচামরিচ পৌঁছাতে মধ্যবর্তী ব্যবসায়ীর হাতে যাচ্ছে কেজিতে ৬০ থেকে ৭০ টাকা। ব্যবসায়ীরা হাট থেকে ২৫০ থেকে ২৬০ টাকায় মরিচ ক্রয় করে বিভিন্ন হাট বাজারে ৩২০ টাকা কেজি মরিচ সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করছেন। ব্যবসায়ীরা প্রতি কেজি মরিচ বিক্রি করে ৬০ থেকে ৭০ টাকা লাভ তুলে নিচ্ছেন।

নওগাঁ জেলার সবচেয়ে বেশি কাঁচামরিচ উৎপাদিত হয় মহাদেবপুর, বদলগাছী, সদর এবং মান্দা উপজেলায়। চলতি গ্রীষ্ম মৌসুমে মোট কাঁচামরিচ উৎপাদিত হয়েছে ৯৬৫ হেক্টর জমিতে। উল্লেখিত পরিমাণ জমি থেকে এ মৌসুমে মোট ১৯৩০ মেট্রিকটন মরিচ উৎপাদিত হয়েছে।

মহাদেবপুর উপজেলার মহাদেবপুর, চকগৌরী, মাতাজীহাটসহ বিভিন্ন হাট, বদলগাছী উপজেলার বদলগাছী, কোলা, ভান্ডারপুরসহ বিভিন্ন হাট, সদর উপজেলার কিত্তীপুর, সোমবারীসহ বিভিন্ন হাট এবং মান্দা উপজেলার প্রসাদপুর, সতিহাটসহ বিভিন্ন হাটে কৃষক পর্যায়ে ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ'র উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, গ্রীষ্মকালীন মরিচ প্রায় শেষ পর্যায়ে। এ মরিচ শেষ হতে হতেই শীতকালীন মরিচ বাজারে আসতে শুরু করবে। মরিচের মূল্য তখন কমে যাবে।জেলায় ৮৫০ হেক্টর জমিতে শীতকালীন মরিচ চাষ হচ্ছে। মূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানান তিনি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।