• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:০৯    ঢাকা সময়: ১৪:০৯

মালয়েশিয়ায় আগুনে নিহত ৩ রেমিট্যান্সযোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন

দেশকন্ঠ অনলাইন : মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ রেমিট্যান্স যোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে নিজ এলাকা মুন্সিগঞ্জে। আজ রোববার (২০ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় বাড়ির পাশের উঠানে ৩ রেমিটেন্স যোদ্ধার জানাজায় মানুষের ঢল নামে।পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাদের।

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়ে একে একে মারা যান ৩ প্রবাসী। তিনজনই মুন্সিগঞ্জ শহরের রমজানবেগ এলাকার বাসিন্দা।গেল শুক্রবার মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন ওই ৩ জন। শুক্রবারই প্রাণ যায় রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলীর (৪২)।

পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) ও তিনদিন পর মারা যান মহিউদ্দিনের ছেলে সালাম (২৪)।তিন রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।