• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৩:৫৮    ঢাকা সময়: ২৩:৫৮

পাসপোর্টযাত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি গ্রেপ্তার ২

দেশকন্ঠ অনলাইন : যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে চিকিৎসা নিতে যাওয়া ভারতগামী পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রতারক চক্রের ৫০ হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মোঃ সাগর (২৭) ও একই থানার নামাজ গ্রামের গোলাম মোড়লের ছেলে ইবাদত হোসেন (৪৫)।

পাসপোর্টযাত্রী বাগেরহাটের সদর থানার চরগ্রামের খাদেম রুহুল আমিন জানায়, রবিবার দুপুর সাড়ে ১২টার সময় শ্যালক মাহফুজ খান (৩৬) এর ক্যান্সার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট এলাকার বিরানী হাউজ এর দক্ষিণ পাশে নিরিবিলি স্থানে নিয়ে চাঁদাবাজ সাগর ও ইবাদতসহ কয়েকজন ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা দ্রুত টাকা উদ্ধার পূর্বক চাঁদাবাজদের গ্রেপ্তার করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে সাগর ও ইবাদতকে গ্রেপ্তার করে ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকি চাঁদাবাজদের গ্রেপ্তারে পুলিশে অভিযান চলছে। পাসপোর্টযাত্রীদের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সজাগ রয়েছে বলে জানান তিনি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।