• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৫৪    ঢাকা সময়: ১৩:৫৪

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দেশকন্ঠ অনলাইন : সিরাজগঞ্জের কামারখন্দ থানার চৌবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরেকজন।রোববার (২০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো জেলার বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের আবুল হাসানের ছেলে খালিদ (১৬) এবং একই এলাকার শফিকের ছেলে সোহাগ (১৬)। আহত জনের পরিচয় পাওয়া না গেলেও সকলেই বেলকুচির আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, রোববার রাতে মোটরসাইকেল নিয়ে তিনজন স্কুলছাত্র জামতৈলের দিকে ঘুরতে এসেছিলেন। তারা বাড়ি ফেরার পথে চৌবাড়ী এলাকায় তাদের মোটরসাইকেলটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ২ জন স্কুলছাত্র ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়া আরেকজনকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান ওসি।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।