• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০২:৫৬    ঢাকা সময়: ১২:৫৬

বেনাপোলে ত্রিপল মার্ডার মামলায় চার ভাইসহ ৫ জনের যাবজ্জীবন

দেশকন্ঠ অনলাইন : যশোরের বেনাপোলের রঘুনাথপুরে বুদো সরকার, আব্দুল্লাহ ও আজগর হত্যা মামলায় একই পরিবারের চার ভাইসহ পাঁচ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

রোববার যশোরে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম দুই আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি এম ইদ্রিস আলী।

সাজাপ্রাপ্তরা হলেন- চার ভাই বেনাপোলের রঘুনাথপুর গ্রামের নাসির উদ্দিন নাসু, ফুলছদ্দিন ওরফে কটা, আলাউদ্দিন, গিয়াস উদ্দিন ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ঈমান আলী।এছাড়া এ মামলায় ওই চার ভাইয়ের বাবা আব্দুর রহমানকে খালাস প্রদান করেছে আদালত।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ এপ্রিল রাতে বেনাপোলের রঘুনাথপুরে ব্যাপক ঝড় হয়। এতে রাস্তার বিভিন্ন গাছ উপড়ে পড়ে। তা বিক্রি করে এলাকার মসজিদের ফান্ডে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়ে স্থানীয় দুইপক্ষের মধ্যে মতবিরোধ হয়।

২৪ এপ্রিল সকালে গাছের ডাল কাটতে আসে ওই এলাকার নছু, আলাউদ্দিনসহ আরো কয়েকজন। এ সময় আরেকপক্ষ আব্দুল্লাহ, বুদোসহ অন্যরা এসে ওই গাছ কাটতে নিষেধ করে।

এরপর উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল্লাহ, বুদো, আজগার, সুমনসহ আরও কয়েকজন গুরুতর জখম করে।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসতাপালে নেওয়ার পথে মারা যায় আবদুল্লাহ। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায় বুদোও। অন্যদিকে, ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে মারা যান আজগর।

এঘটনায় নিহত আব্দুল্লার ভাই আব্দুল খালেক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় ওই ছয়জনসহ সালমান শাহ নামের আরেক যুবককে আসামি করে থানায় মামলা করেন।

মামলাটি প্রথমে তদন্ত করেন পোর্ট থানার এসআই দীন মোহাম্মদ। পরে তদন্তের দায়িত্ব পান এসআই শরীফ হাবিবুর রহমান। তিনি তদন্ত শেষে ওই সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। মামলা বিচারচলাকালীন সময়ে সালমান শাহকে অব্যাহতি দেয়া হয়। অপর ছয়জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়।

রোববার এ মামলার রায় ঘোষণার দিনে দুই আসামি আলাউদ্দিন ও গিয়াসউদ্দিনের উপস্থিতিতে আদালত পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং একজনকে খালাস প্রদান করেন।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।